সচিবালয়ে পকেটেই মোবাইল বিস্ফোরণ!

৩ জুন, ২০২০ ২৩:০৩  
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক কর্মচারীর পকেটেই বিস্ফোরিত হয়েছে মোবাইলফোন। এতে প্রতিষ্ঠানটির অফিস সহকারী তোফায়েল হোসেনের প্যান্টের পকেট পুড়ে পায়ের কিছু অংশও পুড়ে গেছে। মোবাইলটি ছিলো সিম্ফনি কোম্পানির। মোবাইল ফোনটির মডেল ভি-৭৫। বুধবার (৩ জুন) দুপুরে তথ্য অধিদফতরের তৃতীয় তলায় প্রধান তথ্য কর্মকর্তার একান্ত সচিব আমিনুল ইসলামের কক্ষে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুক্তোভোগীকে একটি জেড-১৫ মডেলের ফোন দিয়ে বিস্ফোরিত ফোনটি ল্যাব টেস্টে পাঠিয়েছে সিম্ফোনি ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পরই শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সেখানে গিয়ে হাজির হয়ে দেখতে পান বিস্ফোরিত মোবাইলের বিভিন্ন স্থানে পোড়া দাগ এবং ব্যাটারিটি ফুলে আছে। ঘটনার প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার তোফায়েল একটা কাজে এসে তর রুমের টেবিলের সামনের সোফায় বসেছিল। হঠাৎ বিকট শব্দ হয়, সঙ্গে সঙ্গে তার প্যান্টে আগুন লেগে যায়। উপস্থিত সবার চেষ্টায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এর আগে ২০১৮ সালে সিম্ফোনি-কে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।